সমাচার ডেস্কঃ- যোগী সরকার এর নতুন উদ্যোগ রাম মন্দির এর ভূমি পুজা 5 ই আগস্ট তারপরে দেখা যাবে এক ঝলক। রাম মন্দিরের তাও আবার স্টেশনে দাঁড়িয়ে। তার মানে সারা ভারতবাসী হয়তো স্টেশন এর উপর দিয়ে যাবার সময় দেখতে পাবে রাম মন্দিরের ডেমো। অভিনব এই পরিকল্পনা উত্তরপ্রদেশ সরকারের। কিন্তু কেন এই ভাবনা? তার মূলে রয়েছে সরকারের সেই আধ্যাত্মবাদী দর্শনের কিছু প্রতিচ্ছবি।
এই নতুন রেল স্টেশনের বিশেষত্ব হল, এটি তৈরি হুবহু রাম মন্দিরের আদলেই। অর্থাৎ রাম মন্দিরের একটি ছোট ঝলক দেখা যাবে স্টেশন চত্বরেই। এই সম্পূর্ণ কাজটি আগামী ২০২১ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন করার টার্গেট নেওয়া হচ্ছে। সেইসঙ্গে যাত্রী সুবিধার্থে থাকছে অত্যাধুনিক সুযোগ সুবিধাও।