নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল আসাম,নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ জন

0
An Indian protester shouts slogans near fire set on a road during a protest against the Citizenship Amendment Bill (CAB) in Gauhati, India, Wednesday, Dec. 11, 2019. Protesters burned tires and blocked highways and rail tracks in India's remote northeast for a second day Wednesday as the upper house of Parliament began debating legislation that would grant citizenship to persecuted Hindus and other religious minorities from Pakistan, Bangladesh and Afghanistan. (AP Photo/Anupam Nath)

ওয়েব ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল আসাম রাজ্য। বৃহস্পতিবার থেকে কারফিউ জারি করা হয়েছে । প্রতিবাদ থেকে সহিংসতার রূপ নিচ্ছে আসাম।এ ঘটনা নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ জন, আহত আরও অনেক।

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল আসাম রাজ্য। ভারতের রাজ্যসভায় এই বিল পাস হওয়ার পর থেকেই সেখানকার বাসিন্দারা প্রতিবাদ শুরু করে, যা পরবর্তীতে সহিংসতার রূপ নেয় । এ ঘটনা নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ জন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।

নাগরিকত্ব সংশোধনী বিলের জন্য বৃহস্পতিবারই আসামের ১০টি জেলায় ইন্টারনেট সেবা আরও ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেদিন আক্রান্ত হয় মুখ্যমন্ত্রীর উপদেষ্টা শান্তনু ভরালি, বিজেপির মন্ত্রী রঞ্জিত দত্ত, বিধায়ক আঙুরলতা ডেকার বাড়িও।