সমাচার ডেস্ক:প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী.। তিনি বরাবরই নিজেকে ফিট রাখতে খুব পছন্দ করেন। যার জন্য যোগব্যায়াম থেকে আরম্ভ করে প্রাণায়াম অভ্যাসে তার প্রায় নিত্যদিনের সঙ্গী। তিনি যখনই কোন বিদেশে যান বা কোন দেশের বিমানবন্দরে যান তখন তাকে আমরা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে দেখি। কখনো বা কোন জায়গা থেকে খুব দূরেও তিনি সেই জায়গাতে পরিক্রমা করেন। তার ফিটনেস নিয়ে হয়তো কোনো কথা হবেনা। কিন্তু হঠাৎ কোনো একটা কারণে হয়তো অন্যমনস্কতার কারণে তিনি পড়ে গেলেন।
আর তা নিয়েই চলছে এখন সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল। কানপুর গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে গঙ্গা ঘুরে দেখার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেইমতো বেশ দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে উঠছিলেন। হঠাৎ বাঁ পায়ের পাতা আটকে গেল শেষ সিঁড়িতে। হুমড়ি খেয়ে সামনে পড়লেন মোদী। এর আগেও আমরা এপিজে আবদুল কালাম কে কোন এক অনুষ্ঠানে পড়ে যেতে দেখেছিলাম। মুহূর্তে ছুটে এল এসপিজি। ধরে তুলল তাঁকে। যদিও হাত দিয়ে কোনওক্রমে পতন রোধ করেছিলেন প্রধানমন্ত্রী। না হলে বড় দুর্ঘটনাও ঘটতেই পারত। তবে এই ধরনের দুর্ঘটনায় অতীতে যে হয় নি, এমনটি নয়। তবে তার আঘাত গুরুতর কিছু নয়।
Narendra Modi demonstrating what he did with the economy pic.twitter.com/yuGmePOIjy
— Roshan Rai (@TheRoshanRai) December 14, 2019