পিস্তল, বন্দুক হাতে নাচছেন বিধায়ক কুমার প্রবণ সিং (চ্যাম্পিয়ন) , সঙ্গে চলছে কুকথা তোড় , তাই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলো বিজেপি। তাঁকে দল থেকে বহিষ্কৃত করল ভারতীয় জনতা পার্টি। প্রণব সিংকে বন্দুক হাতে নাচতে দেখা গিয়েছিল। এরপরই তাঁকে সাসপেন্ড করে দল। এই ভিডিয়ো ভাইরালের আগে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছিল দল। ওই ভিডিয়োয় প্রণব সিংকে বলতে শোনা যায়, উত্তরাখণ্ড তো বটেই গোটা দেশে এমনটা করার সাহস হবে না কারও।