টোল ফ্রি নম্বরে ৮ দিনে ২৪ হাজার বার কল করে গ্রেফতার বৃদ্ধ!

0

টোল ফ্রি নম্বরে ২৪ হাজার বার কল করে গ্রেফতার হলেন ৭১ বছরের এক জাপানি নাগরিক।নাম আকিতোশি ওকামোতো।মঙ্গলবার পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে এএফপি।

টোকিও পুলিশ জানিয়েছে, চুক্তি লঙ্ঘনের অভিযোগে আকিতোশি ওকামোতো নামের ওই বৃদ্ধকে পুলিশি জিম্মায় নেয়া হয়েছে।টেলিফোন অপারেটর কোম্পানি কেডিডিআই’র গ্রাহক সেবা বিভাগে টোল ফ্রি নম্বরে ৮ দিনে ওই বৃদ্ধ ২৪ হাজার বার কল করেছেন তিনি।

নিজের মন মত সাহায্য না পাওয়ায় গ্রাহক সেবা বিভাগের কর্মীদের অপমান করতে অন্য সরকারি ফোন থেকেও হাজার হাজার বার ফোন দিয়েছেন তিনি। কিন্তু ২৪ হাজার বার কল করা আদৌও সম্ভব ?

টোকিও পুলিশের এক মুখপাত্র বলেছেন, চুক্তি লঙ্ঘন করায় কেডিডিআইর কর্মীদেরকে তার কাছে এসে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন ওই ব্যক্তি। গ্রাহক সেবা বিভাগের কর্মীরা ফোন কেটে দিলেই তিনি তাৎক্ষণিকভাবে আবারও কল দিতেন।

সূত্র: এএফপি