কংগ্রেসের দলীয় এমপি শশী থারুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0

 কংগ্রেস দলীয় এমপি এবং লেখক ও রাজনৈতিক ভাষ্যকার শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার সংসদীয় আসন কেরালার একটি আদালত। প্রায় ৩০ বছর আগে লেখা একটি বই নিয়ে ওঠা অভিযোগের শুনানিতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কেরালার থিরুভানান্তপুরম আদালত তার বিরুদ্ধে শনিবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। ১৯৮৯ সালে লেখা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল’ নামের একটি বইয়ে ‘নায়ার’ নারীদের অবমাননা করেছেন শশী থারুর, এমন অভিযোগে তার বিরুদ্ধে দায়ের মামলার প্রথম শুনানি ছিল গতকাল শনিবার।

অপরদিকে শশী থারুর কার্যালয় জানিয়েছেন, ‘আদালত সমন জারি করলেও তাতে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা ছিল না। হয়তো কোনো বিভ্রান্তির তৈরি হয়েছে। আমাদের আইনজীবী ইতোমধ্যে সমন জারির তারিখ উল্লেখ না থাকার বিষয়টি আদালতের নজরে এনেছে। এই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আদালতে আপিল করবো আমরা।’