বাংলার গর্ব অরুণিতা,রাজভবনে সম্মান জানান মহারাষ্ট্রের রাজ্যপাল

0

সমাচার ডেস্ক: মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২ ‘র যাত্রা শেষ হয়েছে।মিউজিক রিয়েলিটি শো-এর মধ্যে ইন্ডিয়ান আইডল ১২ – কে অন্যতম আসনে বসিয়েছেন দর্শকরা।এই শো তে গান গেয়ে মন কেড়েছে ভারতীয়দের। ইতিমধ্যেই কাজের অফার পেতে শুরু করেছিলেন অরুণিতা ও পবনদীপ। সূত্রের খবর অনুযায়ী করণ জোহরের ধর্মা প্রোডাকশনে কাজের সুযোগ মিলেছে তাঁদের।

১৫ আগস্ট গ্র্যান্ড ফিনালের দিন বিজয়ী হয়েছেন উত্তরাখণ্ডের পবনদীপ এবং দ্বিতীয় হয়েছেন বাংলার বনগাঁর মেয়ে অরুণিতা। আপনাদের জানিয়ে রাখি গত শুক্রবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগন সিং কোশয়ারি পবনদীপ ও অরুণিতাকে সম্মান জানান রাজভবনে।

ইন্ডিয়ান আইডল ১২ এর শো চলাকালীন পবনদীপ ও অরুনিতা সম্পর্কে নানা গুঞ্জন উঠেছিলো।তবে এক সাক্ষাৎকারে দানিশ জানিয়েছেন,ওদের নিয়ে হওয়া নানা খবর করা হচ্ছে কিন্তু ওরা সেই বিষয়ে খুব একটা নজর দেয় না।

তাদের মধ্যে একটা ভোলা বন্ধুর সম্পর্ক রয়েছে , বল্ডিংও খুব ভালো। তিনি আরও বলেন,এখন তাঁরা একই বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনার কথা ভাবছে। পাশাপাশি থাকব যাতে সবার বন্ধুত্ব আগের মতই ভালো থাকে।