রেড জোনে সশস্ত্র পুলিশ নামাতে হবে ,নবান্ন থেকে মুখ্যমন্ত্রী

0

রাজীব ঘোষঃ- করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার নবান্নে পুলিশ সুপার এবং জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।মমতা বৈঠকে বলেন ,হাওড়ার পরিস্থিতি খুবই স্পর্শ কাতর ।সেখানে যে কোন মূল্যেই সংক্রমণ রুখতে হবে ।সেটা না হলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা রয়েছে ।কোন বাজারে ভিড় করা যাবে না।প্রয়োজন হলে বাজারগুলিতে সশস্ত্র পুলিশের বাহিনী নামাতে হবে ।হাওড়ার পরিস্থিতি খুব খারাপ।

প্রয়োজনে পুলিশ সেখানে বাড়ি বাড়ি গিয়ে খাবার দেবে ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,হাওড়া ও কলকাতার বেশ কিছু এলাকা রেড জোন ।উত্তর 24 পরগনা রেড জোনের মধ্যে রয়েছে ।রেড জোনে সশস্ত্র পুলিশ নামাতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।এক্ষুনি শক্ত হাতে পদক্ষেপ করতে হবে নইলে বিপদ ।মমতা বলেন ,লকডাউন সফল করতে আরো কড়া পদক্ষেপ নিতে হবে ।বাজারে 5 জনের বেশি যাওয়া চলবে না ।

উত্তর 24 পরগনা তো বিশেষ নজর দিতে হবে ।সেখানেই প্রথমে ডেঙ্গি হয় করোনা হয় ।আগামী 14 দিনের মধ্যে রেড জোনকে অরেঞ্জ জোনে পরিনত করতে হবে ।প্রয়োজনে সকলকে দিনরাত কাজ করতে হবে ।অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ।এক্ষেত্রে কোনরকম অবহেলা করা চলবে না ।স্বাভাবিকভাবেই এদিন জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন ।