রাজ্যের তথ্য পরিসংখ্যান ও ভূমিকায় কি সন্তুষ্ট কেন্দ্র? ফের কেন কেন্দ্রের বিশেষ দল! রাজ্যে আবার কি সংঘাত

0

সমাচার ডেস্ক: ফের কেন্দ্র থেকে আসছে বিশেষ দল দলে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি), এইমস, জেআইপিইআর এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্য়ান্ড পাবলিক হেলথের প্রতিনিধ-সহ অন্যান্য বিশেষজ্ঞরা থাকবেন। তাঁরা নির্দিষ্ট জেলা খতিয়ে দেখে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি বা স্বাস্থ্য সচিবের কাছে রিপোর্ট পেশ করবেন

করোনার থাবা এখন কোথায় কখন পড়বে বলা মুশকিল.। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা তাদের বাড়ি ফিরছে। প্রয়োজনীয় রুটিন অনুযায়ী হয়ত তাদের শরীরের পরীক্ষা হচ্ছে ঠিকই কিন্তু কিভাবে যে এই অদৃশ্য ভাইরাস ঢুকে পড়বে অন্য এলাকায় তা বোঝা মুশকিল। বড় বড় বিশেষজ্ঞদেরও আর যার ফলস্বরূপ এর শুধুমাত্র একটি ভূমিকার অংশ দেখা যাচ্ছে বর্তমান পরিসংখ্যানে।

মঙ্গলবার সকাল আটটায় স্বাস্থ্যমন্ত্রক যে হিসাব দিয়েছে, তাতে দেখা যায়, দেশে গত ২৪ ঘণ্টায় ওই রোগে আক্রান্ত হয়েছেন ৩৯০০ জন। মারা গিয়েছেন ১৯৫ জন কোভিড ১৯ রোগী। এই নিয়ে দেশে মোট ৪৬,৪৩৩ জন করোনায় আক্রান্ত হলেন। মৃত্যুর সংখ্যা ১৫৬৮। এখনও পর্যন্ত সেরে উঠেছেন ১২৭২৭ জন। অর্থাৎ সুস্থ হওয়ার হার ২৭.৪ শতাংশ।পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে করোনাভাইরাসের গ্রাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যনগরী মুম্বই