সমাচার ডেস্কঃ ব্রিটেনকে উপযুক্ত জবাব দিতে ভারতের কড়া পদক্ষেপ। সম্প্রতি ব্রিটেন কিছু নতুন নিয়ম জারি করেছে যেখানে বাইরের দেশ থেকে আসা মানুষদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।এমনি সমস্যার সম্মুখীন হচ্ছে ব্রিটেন এ থাকা ভারতীয় নাগরিকরা।
মোক্ষম জবাব দিতে কড়া নিয়ম করলেন ব্রিটেন থেকে আসা যাত্রীদের জন্য,এই নিয়ম লাঘু হয়েছে ৪ অক্টোবর থেকে ।যে সমস্ত নাগরিক ব্রিটেন থেকে ভারতে আসছেন তাদের জন্য নিম্নোক্ত নিয়ম লাঘু হবে-
ভ্রমণের পূর্বে ৭২ ঘন্টার মধ্যে প্রস্থান-পূর্ব COVID-19 RT-PRC পরীক্ষা দেখাতে হবে।বিমানবন্দরে পৌঁছানোর পর কোভিড -১৯ আরটি-পিসিআর পরীক্ষা করা হবে।ভারতে পৌঁছানোর আট দিন পর কোভিড -১৯ আরটি-পিসিআর পরীক্ষা। শুধু তাই নয় বাড়িতে বা গন্তব্যের ঠিকানায় ১০ দিনের জন্য বাধ্যতামূলকভাবে পৃথকীকরণ থাকবে।
India has decided to impose reciprocity on UK nationals arriving in India from the UK. New regulations will come into effect from October 4, and will be applicable to all UK nationals arriving from the UK: Sources#COVID19
— ANI (@ANI) October 1, 2021
আসলে ব্রিটিশ সরকার একটি নিয়ম জারি করেছিলো যেখানে বলা হয়েছে অন্যান্য দেশ থেকে ব্রিটেন এ আসা ব্যক্তিকে ১০ দিন একা কাটাতে হবে ও corona পরীক্ষা করাতে হবে। ভ্যাকসিনের দুটো ডোজ সম্পূর্ণ থাকলেও একই নিয়ম ছিলো তাদের জন্য।এই নিয়মের তীব্র প্রতিবাদ করেছিলো ভারত,এই জন্য মোক্ষম জবাব দিতে ভারতের এই পদক্ষেপ।