সমাচার ডেস্ক: বর্তমানে কংগ্রেস দলের ভবিষ্যৎ কোন পথে যাবে তা হয়তো অনেক জ্যোতিষী বিচার করে বলতে পারবে না। কারণ একদিকে পরিবারতন্ত্রের ঝাঁজ, অন্যদিকে নেতৃত্বে ফাটল দীর্ঘদিনের সঙ্গী তার ওপরে বিজেপির কঠোর দেশাত্মবোধ মনোভাব বারবার ব্যাকফুটে ঠেলে দিয়েছে সোনিয়া কংগ্রেসকে। সোনিয়া পুত্র রাহুল বারবার বিপাকে পড়েছে তার বাক্য ব্যবহারে।
আর এবার সবকিছু মিলিয়ে কংগ্রেস নেতৃত্ব দিচ্ছেন শীর্ষ নেতৃত্বের ওপর চাপ। হাই কমান্ড এর কথায় যখন ভারতের কংগ্রেসের পতাকা ওড়ে তখন হাইকমান্ডের উপর আঙ্গুল কিন্তু এক প্রশ্নের সামনে।
দলে শীর্ষস্থানে যোগ্য নেতার অভাবেই দেশের অন্যতম বিরোধী পক্ষের মাথা নুইয়ে যাচ্ছে মাটিতে। সেই কারণেই কংগ্রেস সভানেত্রী সোনীয়া গান্ধিকে চিঠি লিখলেন ৫ মুখ্যমন্ত্রী সহ ২৩ জন বর্ষীয়ান নেতা।