বাংলার ছেলে অচিন্ত্য শিউলি কে গাড়ি উপহার দেবেন আনন্দ মাহিন্দ্রা? 

0

সমাচার ডেস্ক: কমনওয়েলথ গেমসের ভারোত্তেলনে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি, মীরাবাঈ চানু, এবং জেরেমি লালরিননুনগা। সোশ্যাল মিডিয়ায় জুড়ে বেস প্রশংসা কুড়িয়েছেন। এমনকি শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও অভিনন্দন জানিয়েছেন।সাম্প্রতিক একটি ব্যবহারকারী

টুইটে মন্তব্য করে লিখেছেন, সোনাজয়ীদের গাড়ির উপহার দেওয়ার জন্য। ওই ব্যবহারকরী লেখন,গতবারের মতো এবারও আমাদের সোনাজয়ী অ্যাথলিটদের সম্মানে গাড়ি উপহার দিন। যদিও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি ।

যদিও তিন সোনাজয়ী ছবি সেয়ার করে অভিনন্দন জানান মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। এবং তিনি লিখেছেন,”অনুপ্রেরণার জন্য অন্য কোথাও যাওয়ার কি প্রয়োজন রয়েছে? এই ৩ জন অ্যাথলিট, দেখিয়ে দিয়েছে যে ওজনকে কীভাবে সোনায় বদলে দিতে হয়।”

উল্লেখ্য,২০ বছরের অচিন্ত‌্যর জীবন যুদ্ধের পথ চলাটা মোটেই সহজ ছিল না। জীবনে বহু বার তিনি ওঠা নামা দেখেছেন। অচিন্ত্যর বয়স যখন ১১ ছিল তখন ‘ ৩৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় বাবা।বাবা ভ্যান চালাতেন।ওনার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব আমাদের দুই ভাইয়ের ওপর চলে আসে , জানিয়েছেন দাদা অলোক।এমনকি বাবার শেষকৃত্য সম্পন্ন করার মত আমাদের কাছে টাকা ছিল না , ধার করে বাবার শেষকৃত্য করতে হয়েছিল।

তিনি নি আরও বলেন, বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে দুই ভাইয়ে মায়ের সঙ্গে জরি বসানোর কাজ করেছি। এমনকি ভারোত্তোলকদের পুষ্টিগুণসম্পন্ন খাবার লাগে,আমরা তা পেতাম না। দিনের শেষে এক প্লেট ঘুগনি আর একটা ডিমসিদ্ধ পাবে বলে ধান বওয়ার কাজ করেছে অচিন্ত্য। জাতীয় শিবিরে গিয়ে একবার সাতশো টাকা পেয়েছিল। সেটাই তখন বিরাট ব্যাপার ছিল আমাদের কাছে।