দিঘা থেকে ৫১০ কিমি দূরে আমফান , রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

0

সমাচার ডেস্ক: একদিকে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস এবার ১৯৯৯ এর কথা মনে করিয়ে দিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে সুপার ঘূর্ণিঝড় আমফান। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আগামী ৬ ঘন্টায় আরও শক্তিশালী হয়েছে আমফান। এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করছে আমফান। আজকের বিকেলে ৬ টার আপডেট অনুযায়ী দিঘা থেকে ৫১০ কিমি দূরে আমপান।

আজ সারাদিনে শক্তি সংগ্রহ করে আগামী কাল বুধবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ আছড়ে পড়বে ।এই রাজ্যের ৭ জেলায় প্রভাব পড়বে আমফানের ।কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

সামুদ্রিক জলোচ্ছ্বাস উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ২ থেকে ৫ মিটার অব্দি হবে। ঘন্টায় ঝড়ের গতিবেগ ১৬৫ থেকে ১৭৫ সর্বোচ্চ ১৮৫ হবে।পূর্ব মেদিনীপুর এর ক্ষেত্রে ৩ থেকে ৪ মিটার উচ্চতা। ঝড়ো হাওয়ার গতিবেগ প্রচন্ড থাকবে সন্ধ্যার সময় উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল।

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এই ঝড়ের দাপট থাকবে ১১০থেকে ১২০। কুড়ি তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি হাওড়া হুগলি কলকাতায় জায়গাগুলোতে ভারী এবং অতি ভারী বৃষ্টি এবং অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, আজ বিকেলের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে রাজ্যবাসী কে সতর্ক থাকার পরামর্শ দেন ।ঘূর্ণিঝড় মোকাবেলায় কন্ট্রোলরুম ফোন নম্বর হলো, ২২১৪৩৫২৬/১৯৯৫ এছাড়াও টোল ফ্রি নাম্বার ১০৭০ এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।