বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তার অসুস্থতার কারণে কিছুদিন আগে পশ্চিমবঙ্গে চলচ্চিত্র উৎসবে হাজির হতে পারেননি। তা নিয়ে মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু এবারো হাজির হতে পারলেন না। ওই টুইটে বিগ বি লিখেছেন, জ্বর হয়েছে তাঁর। চিকিৎসক জার্নি করার অনুমতি দেননি। তাই সোমবার দিল্লিতে আয়োজিত ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরিমোনিতে উপস্থিত থাকতে পারবেন না তিনি। পাশাপাশি অমিতাভ এও বলেনএ ঘটনা তাঁর জন্য খুবই দুর্ভাগ্যের। তার অসুস্থতা খবর অনেকদিন ধরে ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায়। চলতি বছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার কথা ছিল অমিতাভের। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান এই দাদাসাহেন ফালকে অ্যাওয়ার্ড। উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার নেওয়ার কথা ছিল অমিতাভের। তবে শারীরিক অসুস্থতার কারণে এদিন দিল্লির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বিগ বি।