সমাচার ডেস্ক : করোনার জন্য প্রায় বছর খানেক ধরে বন্ধ স্কুল থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান । এই মুহূর্তের খবর অনুযায়ী রাজ্যের স্কুলগুলি খুলতে পারে ১২ ফেব্রুয়ারি।
খবর অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করা হতে। মঙ্গলবার দিন এই কথাটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজ খোলা নিয়ে আজ অর্থাৎ বুধবার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এদিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে স্কুলগুলি খোলা শুরু হতে পারে । এদিন তিনি আরও বলেন যে এই মুহূর্তে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের আপাতত স্কুল করার অনুমতি দেওয়া হবে।