সমাচার ডেস্ক: এক ধাক্কায় ২০-২৫ শতাংশ প্রি-পেইড প্ল্যানের দাম বাড়িয়েছে Jio,Airtel,Vi (Vodafone Idea)।এই তিনটি টেলিকম কোম্পানির সঙ্গে পাল্লা দিতে তৈরি সরকারি টেলিকম কোম্পানি BSNL । এই পরিস্থিতিতে একটি দুর্দান্ত প্রি-পেইড প্ল্যান নিয়ে এসেছে। এই সাশ্রয়ী মূল্যের BSNL প্ল্যান জিও এবং এয়ারটেলকে পিছনে ফেলে দিয়েছে।
কি রয়েছে এই প্রি-পেইড প্ল্যানে :
BSNL-এর ৯৪ টাকার প্ল্যানে সর্বাধিক ৭৫ দিনের বৈধতা দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি যে অন্য কোন টেলিকম কোম্পানি ১০০ টাকার মূল্যের কোনো প্রি-পেইড প্ল্যানে ৭৫ দিনের বৈধতা এই মুহূর্তে দিচ্ছে না। এছাড়াও এই প্ল্যানে ৩GB ডেটাও দেওয়া হচ্ছে। একই কলিংয়ের জন্য ১০০ মিনিট দেওয়া হচ্ছে। এবং ১০০ মিনিটের পরে, ব্যবহারকারীদের প্রতি মিনিট ৩০ পয়সা চার্জ করা হবে।এছাড়া ৬০ দিনের জন্য কলার টিউন সুবিধা দেওয়া হচ্ছে।
অন্য দিকে Jio ৭৫ টাকায় ২৪ দিনের বৈধতা দিচ্ছে। তবে এই প্ল্যানটি বিশেষ করে JioPhone ব্যবহারকারীদের জন্য।এই প্ল্যানে দৈনিক ১০০MB ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়াও ২০০MB অতিরিক্ত ডেটা দেওয়া হয়।এইভাবে, এই প্ল্যানে সর্ব মোট ২.৫GB ডেটা পাওয়া যাচ্ছে। যেখানে কল করার জন্য আনলিমিটেড টকটাইম এবং 50টি SMS পাওয়া যাচ্ছে।তার সঙ্গে Jio TV, Jio Cinema, Jio সিকিউরিটি এবং Jio Cloud দেওয়া হয়েছে। আর এই দামে Airtel-এর কোনো রিচার্জ প্ল্যান নেই।