পিপিই কিট পরে হৃত্বিক রোশনের ঘুঙরুর তালে তাল মেলালে অসমের চিকিৎসক, দেখুন সেই ভিডিও

0

সমাচার ডেস্ক: বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছে চীনের প্রাণঘাতী করোনা ভাইরাস। তবে এই ভাইরাসের সঙ্গে সমানে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসার। নিজেদের জীবনের ঝুকি নিয়ে দিন রাত করোনা আক্রান্তের চিকিৎসা সেবা করে সুস্থ করে তুলছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ভিডিও সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে অসমের এক চিকিত্সক পিপিই কিট পরেই হৃত্বিক রোশনের ঘুঙরুর তালে তাল মেলালেন শিলচর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডঃ অরূপ সেনাপতি।

চিকিৎসকের এই নাচ দেখে মুগ্ধ হয়ে টুইটারে টুইট করেছেন হৃত্বিক। তিনি টুইট করে লিখেছেন, দয়া করে অরুপকে বলবেন আমিও কাছ থেকে এই স্টেপটি শিখতে চাই , ওনার মত ভালো একদিন নাচতে চাই অসমে গিয়ে।