সমাচার ডেস্ক: দীর্ঘ ৮ বছরের লড়াই , অবশেষে আগামীকাল থামতে চলছে । এবার শান্তি পাবে নির্ভয়ার আত্মা। আজ থেকে সম্পূর্ণ ভাবে আইনি রাস্তা সব বন্ধ।ফলে ফাঁসি কার্যকর এখন শুধু সময়ের অপেক্ষা। ফাঁসি দেওয়া জন্য প্রস্তুতি সেরে ফেলেছেন মেরঠের পবন জহ্লাদ।
কিন্তু এদিকে আত্মহত্যার হুমকি দিলেন সেই মামলার অন্যতম আসামি অক্ষয় সিংয়ের স্ত্রী পুনিতা দেবী। দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের বাইরে কপালে চটির বাড়ি মারতে মারতে কাঁদতে দেখা গিয়েছে। বলতে শোনা গিয়েছে, আমি বাঁচতে চাই না। নিজেকে শেষ করে দেবো।
বুধবারই অক্ষয়ের স্ত্রী আদালতে গিয়েছিলেন বিবাহ বিচ্ছেদের মামলা করে। তিনি আদালতকে জানিয়েছিলেন একজন ধর্ষকের বিধবা পরিচয়ে তিনি বাঁচতে চান না।আজ (বৃহস্পতিবার) পুনিতাদেবী আদালতে হাজির না হওয়ায় সেই শুনানি পিছিয়ে যায় ২৪ মার্চ।