কলকাতার বুকে গেরুয়া ঝড়ের পর, নাগরিকপঞ্জি বিল নিয়ে উত্তরবঙ্গে বিজেপির মেগা মিছিল শিলিগুড়িতে।

0

কলকাতার বুক চিরে নাগরিকপঞ্জি বিলের সমর্থনে এক বিশাল মিছিল হয়ে গেল। কিন্তু সেই মিছিলে হাজির ছিলেন নাড্ডা এবং কৈলাস বিজয়বর্গীয়। কলকাতার মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ দেখল নাগরিকপঞ্জি সমর্থনে গেরুয়া হওয়া। তবে এর মধ্যেই একটু সুরে কাটলো ঝাড়খণ্ডের নির্বাচনী ফলাফল। বিজেপি ঘর গোছাতে পারেনি জোটের কাছে। কিন্তু কলকাতার মিছিলের পর এবার উত্তরবঙ্গে গেরুয়া ঝড় কে অব্যাহত রাখতে শীতের সকালে বিজেপির মিছিল হতে চলেছে শিলিগুড়িতে। যেখানে পুলিশ এখনো পর্যন্ত কোন পারমিশন দেয়নি বলে অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। তবুও লক্ষ লোকের জমায়েত করবে বলে দাবি বিজেপির! স্তব্ধ হতে পারে শিলিগুড়ির জনজীবন দুপুর বারোটায় সেই মিছিল হবার কথা।