সমাচার ডেস্ক: দীর্ঘ ১০ মাস পর বাড়ি ফিরলেন ইন্ডিয়ান আইডলের ১২তম আসরের দ্বিতীয় অরুণিতা কাঞ্জিলাল।আজ দিনটা দাদাদের সঙ্গে উদযাপন করলেন অরুনিতা।সোশ্যাল মিডিয়ায় বোনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অরুণিতার দাদা অনীশ। তবে শুধু ছবি নয় ফাঁস করলেন অরুণিতার ডাক নামটাও ।
অরুণিতার দাদা অনীশ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, ‘পুকু’ সঙ্গে একটি ভালোবাসার চিহ্ন । এবং এই পোস্টের নিচে কমেন্ট করে অরুণিতা লিখেছেন, ‘পুকি টুকি টুকি’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে অরুনিতা ডাক নাম নিয়ে সমালোচনা। অনেক লিখেছেন, খুব সুন্দর নাম, কেউ লিখেছেন খুব মিষ্টি নাম।
আপনাদের জানিয়ে রাখি,মুম্বাই সফর কে কিছু দিনের জন্য বিদায় দিয়ে গতকাল শনিবার চুপি চুপি বনগাঁয়ে নিজের বাড়িতে ফিরেছেন তিনি।আজ (রবিবার) রাখি পূর্ণিমা। আজকের বিশেষ এই দিনটা পরিবারের সঙ্গে কাটাতে বাড়ি ফিরেছেন অরুণিতা। চুপি চুপি বাড়ি গেলেও এতদিন পর অরুণিতার আগমনে উচ্ছ্বাসে ভাসছে গোটা বনগাঁ। এমনকি ঠিক মত ঘুমোনোর সময় পাচ্ছেন তিনি
তবে সংবাদ মাধ্যমকে , তিনি জানিয়েছেন ঘুমোনোর অনেক সময় পাবো।গত ১০ মাস ধরে পরিবার থেকে দূরে ছিলাম। এখন সব সময় ওদের সঙ্গে কাটাতে চাই। আজকের দিনটা দাদাদের সঙ্গে উদযাপন করতে চাই। বাড়ির মতো অনুভূতি অন্য কিছু হতে পারে না। কাল থেকে সব লোকজন আসছেন, আর্শীবাদ করছেন। খুব ভালো লাগছে।
আজকের দিনটিতে অরুণিতা তার ভাইকে রাখি পরিয়েছেন। তবে অরুণিতাকে উপহার দিয়েছেন তার ভাই। তিনি বলেন,দাদা আজ চকোলেট দিয়েছে এবং বলছে বাকি গিফট আসছে। তবে আমার কাছে এসব উপহার একদম জরুরি না, দাদা পাশে থাকাটাই জরুরি।