নেপালের পর ভুটান সীমান্তে অসভ্যতামি শুরু চাইনিজ সৈনিকদের! সাম্রাজ্যবাদী বেজিং এর কূটনীতি

0

সমাচার ডেস্ক: ভারতের খুব কাছের দেশ ভুটান। ভুটান এর সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো। এমনকি নেপাল শ্রীলংকা বাংলাদেশের সাথে সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ। কিন্তু এর মাঝে চিন এসব সহ্য করতে পারছে না ।তাদের একনায়কতন্ত্র ও সাম্রাজ্যবাদী নীতি এখন গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে ।

এমনকি আমেরিকা রাশিয়া ভারত প্রত্যেকের সাথে তার সম্পর্ক এখন তলানীতে ।করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে বিখ্যাত চীনের উহান প্রদেশ যার জন্য এখন গোটা বিশ্বের কাছে কুনজরে চাইনিজরা।

আর এবার ভুটানের সীমান্ত নিয়ে তারা শুরু করতে চলেছেন নতুন তরজা। পায়ে পা লাগিয়ে অনেকটা ঝগড়া করার মতন তাদের স্বভাব। অনেকটা আতংবাদি চেয়েও নিম্নে চলে যাচ্ছে এমনটাই ধারণা করছেন অনেকে। এছাড়া এর আগে ভারত, চীনের মধ্যে ডোকালাম নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল।

কয়েকদিন চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকলেও কোনো পক্ষই আক্রমণ করে নি। সেই উত্তেজনারও মূল কারন ছিল ভুটানে চীনের আগ্রাসন। চিন দাবি করে আসছে ভুটানের পশ্চিম প্রান্তের ৩১৮ বর্গ কিলোমিটার ও মধ্য ভুটানের সীমান্ত বরাবর ৪৯৫ বর্গ কিলোমিটার এলাকা তাদের।