মধুচন্দ্রিমা করতে উড়ে গেলেন নুসরাত-নিখিল। গন্তব্য মরিশাস- এমনটা জানা গেছে, তাদের সোশ্যাল মিডিয়া থেকে। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার আগে কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন নুসরাত। সঙ্গে প্রকাশ করেছেন বিমানের টিকিটের ছবিও। অবশ্য মুম্বাই উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরের কিছু ছবি প্রকাশ করেছেন তিনি।
Instagram-এ এই পোস্টটি দেখুন
Wishing all the happiness to my most amazing pretty diva… @sayantadhali a very Happy birthday… love u loads..!! We love u the way u r.. attitude.. huh.. stay that heroine forever
Instagram-এ এই পোস্টটি দেখুন
Sleepyhead mornings.. 💤