প্রধানমন্ত্রীর আসন হারিয়ে ফের পাকিস্তানের লাখ লাখ মানুষের সামনে ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

0

সমাচার ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসন হারানোর পর থেকেই বহুবার ভারতের সরকারের প্রশংসা করতে দেখা গেছে ইমরান খানকে (Imran Khan)। আবারও তিনি লাখ লাখ পাকিস্তানিদের সামনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) প্রশংসা করেছেন। লাহোরে এক সমাবেশে ইমরান ভারতের স্বাধীন চিন্তার প্রশংসা করেছেন। ইমরান তার প্ল্যাটফর্ম থেকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য শুনেছেন এবং ভারতের বিদেশ নীতির প্রশংসা করেছেন। এসময় তিনি শাহবাজ শরীফ সরকারের কড়া সমালোচনা করেন।

 টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে ইমরান খান বলেছেন, ‘এখন আমি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দেখাতে চাই। প্রথমত, ভারতের পররাষ্ট্রমন্ত্রী (মার্কিন যুক্তরাষ্ট্র) নির্দেশ দিলেন, রাশিয়ার কাছ থেকে তেল কিনবেন না। মনোযোগ দিয়ে শুনুন, ভারত আমেরিকার কৌশলগত মিত্র। আমেরিকার সঙ্গে আমাদের কোনো জোট নেই। আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল না কিনতে বললে দেখুন তাদের পররাষ্ট্রমন্ত্রী কি বললেন।

ইমরানের দেখানো ভিডিওতে, পররাষ্ট্রমন্ত্রী তার ইউরোপ সফরের সময় একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন যেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল- আপনি কি দেশের স্বার্থে এই যুদ্ধে অর্থ বিনিয়োগ করছেন? এর জবাবে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা কি যুদ্ধে অর্থ বিনিয়োগ নয়? কেন শুধু ভারতের টাকা ও তেল ভারতে আসছে যুদ্ধে অর্থায়ন করছে, গ্যাস আসছে না ইউরোপে? ইউরোপীয় ও পশ্চিমা দেশগুলো এবং আমেরিকা যদি এতই উদ্বিগ্ন হয়, তাহলে কেন তারা ইরানি ও ভেনিজুয়েলার তেল বাজারে প্রবেশ করতে দিচ্ছে না?’