অভিনেতা ভিক্টর ব্যানার্জি পেলেন ‘পদ্মভূষণ’ পুরস্কার 

0

সমাচার ডেস্ক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ভিক্টর ব্যানার্জি , এবার দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ পুরস্কার পেলেন ভিক্টর ব্যানার্জি। সোমবার দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হাত থেকে এই পুরস্কারটি পেয়েছেন ভিক্টর ব্যানার্জি।

এদিন সোনু নিগম পেলেন এই বিশেষ পুরস্কারটি, হিন্দি সিনেমার একজন জনপ্রিয় এবং সফল প্লেব্যাক গায়ক। সোনু নিগম ২০০৩ সালের রোমান্টিক ছবি ‘কাল হো না হো’-এর টাইটেল ট্র্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন।

ভিক্টর ব্যানার্জি ও সোনু নিগম ছাড়াও এ বছর পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন মারাঠি গায়িকা সুলোচনা চ্যাভান, গায়িকা মাধুরী বার্থওয়াল, সঙ্গীত সুরকার বলেশ ভজনত্রি এবং চলচ্চিত্র প্রযোজক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ২০২২ সালের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছরের পদ্ম পুরস্কারের তালিকায় ৪ টি পদ্মবিভূষণ,১৭টি পদ্মভূষণ এবং ১০৭ টি পদ্মশ্রী রয়েছে। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়।