সমাচার ডেস্ক: কমনওয়েলথ গেমসে তৃতীয় সোনা পেল ভারত,বাংলার হাত ধরে কমনওয়েলথ গেমসে এই তৃতীয় সোনা।অচিন্ত্য শিউলি (Achinta Sheuli) পুরুষদের ভারোত্তোলনে ৭৩ কেজি বিভাগে কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছেন।CWG ২০২৩-এ ভারতের ষষ্ঠ পদক এনে দেওয়ার জন্য একটি চিত্তাকর্ষক এবং রেকর্ড-ব্রেকিং ৩১৩ কেজির সমন্বয়ে অচিন্ত্য ছিনতাইয়ে সর্বোচ্চ ১৪৩ কেজি তুলেছিলেন – যা একটি গেমস রেকর্ড – এবং ১৭০ কেজি ক্লিন অ্যান্ড জার্ক সিরিজে। ইভেন্টটি, এবং তিনি সেই প্রত্যাশাগুলি পূরণ করেছিলেন যে জেরেমি লালরিনুঙ্গা এবং মীরাবাই চানু CWG 2022-এ এখনও পর্যন্ত ভারতের তিনজন স্বর্ণপদক জয়ী হিসাবে যোগদান করেছিলেন।
অচিন্ত্য তার প্রথম ছিনতাই প্রচেষ্টায় ১৩৭ কেজি, দ্বিতীয়টিতে ১৪০ এবং তৃতীয়টিতে ১৪৩ কিজি, যা তাকে অন্য সবার থেকে ৫কেজি সুবিধা দিয়েছে বলে কোনো চাপের মধ্যে দেখা যায়নি। সহজে শীর্ষে অবস্থান করা, অচিন্ত তখন নিজেকে সেই ইভেন্টের অংশের জন্য সেট করে যা সে ক্লিন অ্যান্ড জার্ক সিরিজের মাস্টার।
আপনাদের জানিয়ে রাখি,২০ বছরের অচিন্ত্যর জীবন যুদ্ধের পথ চলাটা মোটেই সহজ ছিল না। জীবনে বহু বার তিনি ওঠা নামা দেখেছেন। অচিন্ত্যর বয়স যখন ১১ ছিল তখন ‘ ৩৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় বাবা।বাবা ভ্যান চালাতেন।ওনার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব আমাদের দুই ভাইয়ের ওপর চলে আসে , জানিয়েছেন দাদা অলোক।এমনকি বাবার শেষকৃত্য সম্পন্ন করার মত আমাদের কাছে টাকা ছিল না , ধার করে বাবার শেষকৃত্য করতে হয়েছিল।
তিনি আরও বলেন, বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে দুই ভাইয়ে মায়ের সঙ্গে জরি বসানোর কাজ করেছি। এমনকি ভারোত্তোলকদের পুষ্টিগুণসম্পন্ন খাবার লাগে,আমরা তা পেতাম না। দিনের শেষে এক প্লেট ঘুগনি আর একটা ডিমসিদ্ধ পাবে বলে ধান বওয়ার কাজ করেছে অচিন্ত্য। জাতীয় শিবিরে গিয়ে একবার সাতশো টাকা পেয়েছিল। সেটাই তখন বিরাট ব্যাপার ছিল আমাদের কাছে।’