রুপালি পর্দায় দেখা যাবে অভিনন্দন বর্তমানের সাহসিকতার গল্প ,পরিচালনায় অভিষেক কুমার

0

বিনোদন ডেস্ক: উরিঃদ্য সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার রুপালি পর্দায় দেখা যাবে অভিনন্দন বর্তমানে সাহসিকতার গল্প ।অভিনন্দন বর্তমানের জীবনী তৈরির ঘোষণা দিলেন সঞ্জয় লীলা বনশালি এবং ভূষণ কুমার।

 টুইটারে টুইট করে জানান প্রযোজক সঞ্জয় এবং ভূষণ। ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন অভিষেক কাপুর। এমনকি ছবিটির চিত্রনাট্যও লিখবেন অভিষেক। যদিও এখন ছবির নাম ও অভিনেতা তেমন ভাবে ঠিক হয়নি।

ভূষণ কুমার টুইটারে টুইট করে বলেন, বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে ছবি তৈরি ঘোষণায় আমি গর্বিত। এই ছবির মাধ্যমে এক সাহসি বীরত্বের গল্প বলবে এই কাহিনি।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে সন্ত্রাসবাদী গ্রেনেড বিস্ফোরণে ৪০ জন সেনা শহীদ হয় ।তার প্রতিশোধ হিসেবে ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার বিমানের আঘাতে গুঁড়িয়ে যায় জইশ জঙ্গি ঘাঁটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩০০ জঙ্গির।

পাকিস্তানের জবাবি হামলা চালায় পাক বায়ুসেনার এফ-১৬ বিমানকে LOC অতিক্রম করে ঢুকে পড়ে ভারতের এলাকায়। সেই সময় এফ-১৬ এর পিছু নেন মিগ-২১ যুদ্ধবিমানের উইং কমান্ডার অভিনন্দন।