লকডাউনে যৌনকর্মীদের পাশে প্রত্যয় নামে একটি স্বেচ্ছাসেবী।

0

পূজা দাস ঠাকুর, মালদা :- লকডাউনে যৌনকর্মীদের পাশে দাঁড়ালো প্রত্যয় নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সংস্থার পক্ষ থেকে মালদা শহরের যৌনপল্লিতে বসবাস কারি ৩০০ টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ৷ এর জন্য প্রত্যয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে দুর্বার মহিলা সমণ্বয় কমিটি ৷

 

সংকটের এই মুহুর্তে তাঁদের পাশে দাঁড়ানোয় কর্তৃপক্ষের কাছে নিজেদের কৃতজ্ঞতা জানাচ্ছেন যৌনকর্মীরাও। প্রত্যয় নামক এই সংস্থার উদ্যোগ শুধু শহরের যৌনপল্লী নয়, এই লকডাউন পরিস্থিতিতে মালদা জেলার বিভিন্ন ব্লকে পৌঁছে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। এই বিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অরিন্দম শেঠ জানান, তারা ২৭ সেপ্টেম্বর থেকেই মালদা জেলার বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।

মালদা জেলার চাচোল, পুরাতন মালদা, ইংরেজবাজার সহ একাধিক ব্লকে তারা পৌঁছে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। চাচল ২ নম্বর ব্লকের বেদে পাড়া। যেখানকার মানুষ ম্যাজিক দেখিয়ে জীবন যাপন করে। কিন্তু এই লক ডাউনে কর্মহীন হয়ে পড়েছেন তারা। সেই সব এলাকা থেকে শুরু করে আদিবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে তারা খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আগামীতেও অসহায় পরিবারের পাশে থাকবে তাদের সংস্থা বলে আশা প্রকাশ করেছেন অরিন্দম বাবু।