রাম জন্মভূমিতে জলে ভাসছে ‘রাম’ নাম লেখা পাথর! ভাইরাল ভিডিও

0

সমাচার ডেস্ক: আমরা জানি যখন ভগবান শ্রী রাম লঙ্কায় পৌঁছেছিলেন তখন একটা বিশাল সমুদ্র বাধা হয়ে দাঁড়ায়। সেই সময় ভগবান রামের সেনাবাহিনী রাম লিখে সমুদ্রে পাথর নিক্ষেপ করলে সেই পাথর গুলো ভাষতে শুরু করে।এই পাথর দিয়ে একটি সেতু তৈরি করা হয়েছিল, যেটি অতিক্রম করে ভগবান রাম এবং তাঁর সেনাবাহিনী শ্রীলঙ্কা জয় করেছিলেন।

পাথর পানিতে ভাসতে পারে, এটা কৌতূহলের বিষয় বলে মনে করলেও এবার উত্তর প্রদেশের কুসমারা এলাকার অহিমালপুর গ্রামের পাশের নদীতে ভেসে উঠছে রাম নামের পাথর। অহিমলপুর বেওয়ার থানার অন্তর্গত একটি গ্রাম। কিন্তু এটি কিশনি থানা এলাকার সীমানার সাথে সংযুক্ত।ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমি।

ঈশান নদী কুসমারা এলাকার কাছে অবস্থিত অহিমলপুর গ্রামের পাশ দিয়ে চলে গেছে। রবিবার কিছু মানুষ এই নদীতে পৌঁছলে সেখানে পাথর ভাসতে দেখেন।এই পাথরগুলিতে ভগবান রাম লেখা ছিল এবং তারা জলে ভাসছিল। খবরটি জানা জানি হতে ঘটনাস্থলে পৌঁছে যায় বিপুল সংখ্যক মানুষ।

গ্রামবাসীরা জানান, রামের নাম লেখা পাথরটি নদীতে ভাসছিল। গ্রামের প্রধান নীতিন পান্ডেও খবর পেয়ে সেখানে পৌঁছে পাথরটি হাতে নেন। এমনকি যখন এই পাথরটিকে বাড়িতে এনে জল ভর্তি টবে রাখা হয়েছিল, তখনও এই পাথরটি ভাসছিল।