আবিষ্কারঃ বছর ঘুরতেই ইসরোর নতুন অভিযানের খসড়া তৈরি

0

পৃথিবীতে আবিষ্কারের অনেক দরজা খুলে দিয়েছে আমাদের ইসরোর হাত ধরে। চন্দ্রাভিযান 2 এবং বিক্রম এক অনন্য নজির গড়েছে। যদিও তার শেষ পরিণতি খুব একটা সুখকর হয়নি। কিন্তু এর মধ্যেই ইসরো ঘোষণা করেছে তার নতুন অভিযান।

সূর্যের মণ্ডলের পরিবেশ ও আবহাওয়ার সম্পর্কে জানা হবে এই মিশনের সাহায্যে। এমনিতেই ইসরোর তরফে এই সূর্য বিচার নিয়ে জোর কদমে কাজ শুরু হয়েছে।

আগামী বছর গগন যান মিশনের প্রথম পরীক্ষামূলক উতক্ষেপণের কথাও জানিয়েছে ইসরো। অন্যদিকে অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট জি স্যাট ওয়ান, জি স্যাট 12R, রিস্যার্ট টু বি আর 2 এবং মাইক্রো স্যাট নামে কিছু উপগ্রহ লঞ্চ করার কথাও জানানো হয়েছে।