দেশে আক্রান্ত ৯০ হাজার পার ! এর মধ্যেই নিজের শরীরের করোনা ভাইরাস নিয়ে গ্ৰামে ঢুকছেন শ্রমিকরা ! ঘনকালো পরিস্থিতি 

0

সমাচার ডেস্ক:- ক্রমশই বাড়ছে চিন্তার ভাঁজ। একদিকে অর্থনীতির চাকা সচল করতে উদ্যোগী কেন্দ্র সরকার অন্যদিকে মৃত্যু মিছিল বন্ধ করবার প্রয়াস কতটা সফল কতটা বিফল এখনো হিসাব করবে সময় আসেনি । ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে , দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৯০ হাজার পেরিয়ে গেল । এর মধ্যেই নিজ শরিরে করোনা ভাইরাস বয়ে নিয়ে গ্রামে গঙ্গে ফিরছেন লক্ষ লক্ষ মানুষ ।

ইতিমধ্যেই কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে ,  জম্মু-কাশ্মীর থেকে কেরল, ওড়িশা -বিহার এভাবেই রাজ্য থেকে রাজ্য করোনা শ্রমিককের মাধ্যমে তার বিস্তার ঘটাচ্ছে । ছড়িয়ে পড়ছে এলাকার মধ্যেও , এখন গ্রিন জোনের উপরও বইছে আশঙ্কার কালো মেঘ ৷ শহর থেকে যে মানুষরা সংক্রমণ নিয়ে ফিরছেন এবার তারা গ্রামেও সেই সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন ৷

 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ১৭ মে, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০৯২৭। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪১০৯ জন। মৃত্যু হয়েছে ২৮৭২ জনের। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৩৯৪৬ জন। তবে রেকর্ডের পর রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। চীনের রেকর্ডকে ছাপিয়ে গেছে আগেই। আমেরিকা ধুঁকছে, ইতালি অনেকটা মৃত্যু-মিছিল কে পেরিয়ে এসেছে।

 

এই ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৮৭ জন। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও সবথেকে বেশি। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯৫৬ জন। এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২০ জনের।