সমাচার ডেস্ক:দীর্ঘ আটমাস দেশবাসীকে আচ্ছন্ন করে রেখেছিল পবনদীপ। শেষ পর্যন্ত ৮ মাসের সুরের লড়াই শেষ হল গতকাল ৷ ইন্ডিয়ান আইডল পেয়ে গেল তাদের ১২ তম চ্যাম্পিয়নকে ৷হাড্ডাহাড্ডি গানের লড়াইয়ের পর সকলকে পিছনে ফেলে চ্যাম্পিয়নের ট্রফি উঠল পবনদীপ রাজনের হাতে।
তবে বাংলার মানুষের কাছে ভালো খবর এই যে ,বনগাঁর মেয়ে অরুণিতা দ্বিতীয় স্থানে ।সব বিতর্কের অবসান ঘটিয়ে ইন্ডিয়ান আইডল ১২’-র ট্রফি জিতে নিলেন উত্তরাখণ্ডের পবনদীপ রাজন। পবনদীপ রাজন পাহাড়ি এলাকার গানকে সকলের সামনে তুলে ধরতে ও তার মর্যাদা বাড়ানোর জন্য শোয়ে এসেছিলেন।
সঙ্গে ছিল প্লেব্যাকের দুনিয়ায় নাম করার স্বপ্ন। সেই স্বপ্ন সত্যি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন পবনদীপ রাজন। ট্রফি নিজের করে স্বপ্ন পূরণ করেছেন ।স্টেজেই জড়িয়ে ধরে ‘বন্ধু’ পবনদীপকে শুভেচ্ছা জানাল অরুণিতা।