৫৩ শতাংশ ভারতীয় চায় নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হোক,রাহুল গান্ধীকে নিয়ে সন্ন্যাসীর ভবিষ্যতবাণীর কি হবে!

0

সমাচার ডেস্ক: আজি ভোট হলে আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী, এমনটাই দেশের ৫৩% মানুষের মত।সমীক্ষা আরও দেখায় যে মাত্র ২৩ শতাংশ মানুষ মনে করেন যে রাহুল গান্ধী কংগ্রেসকে আবার দাঁড় করাতে সক্ষম। প্রিয়াঙ্কা গান্ধীর ওপর এমন আস্থা আছে মাত্র ৯ শতাংশ মানুষের। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (১৬%) এবং শচীন পাইলট (১৪%)ও এই ক্ষেত্রে তাদের থেকে এগিয়ে রয়েছে রাহুল গান্ধী।

২০২২ এর ফেব্রুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত এই সমীক্ষাটি চালানো হয় এসময় পর্যন্ত ১,২২,০১৬ জনের মতামত চাওয়া হয়। সমীক্ষা অনুযায়ী, আজ নির্বাচন হলে আবার ফিরবে এনডিএ সরকার। এমনকি ৩৪ শতাংশ মানুষ মনে করেন যে কংগ্রেস বিরোধী হিসাবে খারাপ পারফরম্যান্স করেছে।

তবে দলবদলের কারণে বিহারে কিছু আসন হারাতে পারেন নীতিশ কুমার।সমীক্ষা অনুসারে, ১ আগস্ট পর্যন্ত সংগৃহীত তথ্য দেখায় যে লোকসভা নির্বাচন হলে ৫৪৩ আসনের মধ্যে ৩০৭ টি আসন পেতে পারে এনডিএ। ইউপিএ ১২৫টি এবং অন্যান্য দল ১১১টি আসন পাবে বলে আশা করা হচ্ছে।