লাডাখ সীমান্তে ৫ হাজার সেনা মোতায়েন চিনের,নিরাপত্তা জোরদার করে তৈরি ভারতীয় সেনা

0

সমাচার ডেস্ক: দিন দিন উত্তাপ বাড়ছে ভারত-চিন সীমান্তে। সরকারি বা রাজনৈতিক তেমন কিছু না বললেও সীমান্তে চলছে যুদ্ধের প্রস্তুতি! হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে অনুযায়ী লাডাখ সীমান্তে ৫০০০ সৈন্য পাঠিয়েছে চিন।প্রত্যুত্তরে ভারতেও সেনা বাড়াচ্ছে।এলএসি তে একেবারে সামনা সামনি ভারত-চিন সেনা।প্যাঙ্গোঙ্গ লেকের কাছে প্যাট্রোল বাহিনীদের সংঘর্ষের মধ্যে দিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয় তা এখন দিন দিন বেড়েই চলেছে উত্তেজনা।

হিন্দুস্তান টাইমসকে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, ওই অঞ্চলে ৫০০০ সেনা মোতায়েন করছে চিন।বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে এই সেনাগুলি। চিনেছ গতিবিধির ওপর নজর রেখেছে ভারতীয় সেনা। এমনকি সীমান্তে সেনার সংখ্যায় যাতে সামঞ্জস্য থাকে তা নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেজিং জানিয়েছে,ভারত সীমান্তে বেশি করে সেনা মোতায়েন করার জন্য বেজিং সীমান্তে সামরিক ব্যবস্থা আরও জোরদার করায় উদ্যোগী হয়েছে। সূত্রের খবর অনুযায়ী চীন প্রায় ১০০ টি তাঁবু খাটিয়েছে বিতর্কিত গলওয়ান উপত্যকায় । বেশ কিছু দিন ধরেই গলওয়ান উপত্যকা ও উত্তর সিকিমের সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় সেনা।