জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে কমান্ডার জাহিদ ওয়ানি সহ খতম ৫ জঙ্গি

0

সমাচার ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর জয় জয়কার,জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম পাঁচ জঙ্গি ।যার মধ্যে জইশ-ই-মোহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি (Zahid Wani)এবং এক পাকিস্তানি সন্ত্রাসীও রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা।

সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, কাশ্মীর পুলিশের আইজি বলেছেন যে গত ১২ ঘন্টায়, দুটি এনকাউন্টারে পাকিস্তান-সমর্থিত নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের ৫ সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে জইশ-ই-মোহাম্মদের কমান্ডার সন্ত্রাসী জাহিদ ওয়ানি এবং একজন পাকিস্তানি সন্ত্রাসী।


গতকাল (শনিবার) সন্ধ্যায় পুলওয়ামা জেলার নাইরা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। পুলিশ, সেনা ও সিআরপিএফ-এর যৌথ দল এই অভিযান চালায়।অভিযানে, নিরাপত্তা বাহিনী চার সন্ত্রাসীকে হত্যা করে এবং বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়।জইশ-ই-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানিও এতে জড়িত ছিল। জাহিদ ১৪ ফেব্রুয়ারী ২০১৯-এর সন্ত্রাসী ঘটনায় জড়িত ছিল যেখানে ৪০ জনেরও বেশি CRPF জওয়ান শহীদ হয়েছিল।