সুশান্তের মৃত্যু নিয়ে ভুল তথ্য ছড়িয়ে আয় ১৫ লাখ, গ্রেফতার যুবক !

0

সমাচার ডেস্কঃ- প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জল্পনা কল্পনা রেশ সিমা ছাড়িয়ে ছিল । সব থেকে বড় তার সাবেক প্রেমিকা থেকে শুরু করে সমস্ত বলিউড তারকাদের নিয়ে জল ঘোলা চলতে থাকে । বলিউড ইন্ডাস্ট্রিতে কালো দাগের ছোপ এখন বড়ো অভিনেতা-অভিনেত্রীদের উপর পরে । এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ভিডিও তৈরি করে পুলিশের কাছে গ্রেফতার হলেন বিহারের এক যুবক।

সংবাদ মাধ্যমে টাইমস জানিয়েছে , বিহারের সেই যুবক সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নানা ভুল তথ্য দিয়ে ভিডিও বানাতো । সেইসব ভিডিও সে তার নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রচার করত। শুধু তাই নয় ভুলে ভরা ভিডিওগুলো থেকে সে প্রায় ১৫ লক্ষ রুপি আয়ও করেছে । অবশেষে বিহার পুলিশ ব্যাপারটিতে তদন্ত করলে গ্রেফতার হয় সে। তারপরই বেরিয়ে আসে তার আয়ের অংকটা । ওই যুবক মূলত সুশান্ত ভক্তদের টার্গেট করে তাদের মন জয় করে এমন তথ্য দিয়ে ভিডিও তৈরি করে প্রচার করতো। তার ওইসব ভিডিও সুশান্ত ভক্তদের উগ্র করে তুলতো।

প্রসঙ্গত, চলতি বছরের লকডাউনের সময় সুশান্ত সিং রাজপুত নিজের বাসভবন থেকে তার মৃতদেহ উদ্ধার হয় । তদন্তের পর পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে । তা পরবর্তীতে সুশান্তের পরিবারসহ তার ভক্তরা দাবি করে খুন করা হয়েছে এই অভিনেতাকে । এছাড়াও নানা তথ্যও ছড়ায় চারদিকে । শুরু হয় বলিউডে উপর কিচর ছড়ার কাজ । শেষ পর্যন্ত পরিবার সহ সকল ভক্তের দাবি গোয়েন্দা বিভাগ তদন্ত নামে । গোয়েন্দা বিভাগ তথ্যে সুশান্ত আত্মহত্যা করেছেন এমটি বেড়িয়ে আসে ।