প্রথম পাতাদেশ মুম্বইয়ে বহুতল ভেঙে ১৪ জনের মৃত্যু By Somachar Desk - July 17, 2019 0 Share on Facebook Tweet on Twitter tweet মুম্বাই:- গতকাল মুম্বাইয়ের বহুতল ভেঙে নিহত সংখ্যা বেড়ে ১৪ জন । এখন আটকে আছে ৪০ জনের মতো। মঙ্গলবার মুম্বইয়ের ডোংরিতে কেশরবাই নামে শতাব্দীপ্রাচীন একটি চারতলা বাড়ি ভেঙে পড়ে ।পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে নামানো হয় ।