ওয়েব ডেস্ক: বাস খাদে পড়ে নেপালে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কিছু মানুষ। সংবাদ মাধ্যম এএনআই সূত্র খুব অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিল।
আজ অর্থাৎ রবিবার সকালে নেপালের সিন্ধুপালচোক জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। কালিনচক মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে ভক্তপুর এলাকায় ফিরছিল বাসটি। সকাল সাড়ে আটটার দিকে সানকোশি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।
এর আগে গত শনিবার নেপাল এ পুরাতন কাওয়াসোতি বাজারে একটি বাস দুর্ঘটনায় ৩০ জন আহত হয়।ওই বাসটি উপস্থিত ছিলেন নেপালের সেনাবাহিনীর বেশ কিছু সদস্যরা।