চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১১৫ জনের মৃত্যু ,সূর্যদয়ের দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০০!

0

মহামারীর আকার ধারণ করেছে চীনের প্রাণঘাতী করোনাভাইরাস ।গত ২৪ ঘণ্টায় ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২২৩৩ জনে দাঁড়িয়েছে। আগের তুলনায় দিন দিন কমে হচ্ছে আক্রান্তদের সংখ্যা।

শুক্রবার সকাল পর্যন্ত করোনায় নতুন করে ৪১১ জনের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।এখন পর্যন্ত ৭৭ হাজার ছাড়িয়েছে। যাদের অধিকাংশই হুবেই প্রদেশের।

অন্যদিকে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে ৮২ জনের দেহে এই করোনা ভাইরাসটির সন্ধান মিলেছে।

তার আগের দিন বুধবার ইরানে প্রথমবারের মত করোনায় মারা যায় দুইজন। চীনের সবচেয়ে বেশি আক্রান্ত জাপানে। সূর্যদয়ের দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।