সমাচার ডেস্ক : সম্প্রতি একটি ছবি প্রকাশ পেয়েছে যার নাম ‘শেরশাহ’ এই ছবিতে অভিনয় করেছে সিদ্ধার্থ মালহোত্রা একজন বীর শহীদ ক্যাপ্টেন এর চরিত্রে।ছবিটির মধ্যে দিয়ে শহীদ বিক্রম বাত্রার চরিত্র কে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন ।ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের ভিড় উপচে পড়ছে।
শেরশাহ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে দেখা গেছে কিয়ারকে।ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রেমিকা ডিম্পল এর চরিত্রে অভিনয় করেছে কিয়ারা,অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনদের কাছে থেকে।
বিশ্ববিদ্যালয়ের পড়তে গিয়ে বিক্রম-ডিম্পলের প্রথম দেখা সেখান থেকেই বেড়ে ওঠে তাদের সম্পর্কের গভীরতা। বিয়ের দিন ও সময় ঠিক থাকলেও তা কেড়ে নিয়েছে কার্গিল যুদ্ধ। ২৪ বছর বয়সী বিক্রম বাত্রা ও ডিম্পল এর প্রেম কাহিনী ও বিক্রম বাত্রার অসীম সাহসিকতা ফুটিয়ে তোলা হয়েছে ‘শেরশাহ’ ছবিতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন ,এই ছবির গানগুলি ডিম্পলের মন ছুঁয়েছে। তিনি বলেন, ‘আমি ওঁনাকে মেসেজ করেছিলাম ছবি মুক্তির পরে, এই ছবিটা ওঁনার জন্য ভীষণ একটা ইমোশ্যানাল জার্নি। ওঁনার গোপনীয়তাকে আমা সম্মান জানাই। যখন আমি বিক্রম বত্রার পরিবারের সঙ্গে দেখা করি, ওঁনারা বললেন আমি একদম ডিম্পেলের মতোই দেখতে। এই কথাটা শুনে আমার চোখে জল চলে এসেছিল। আমি জানি এই ছবির গান ওঁনার মন ছুঁয়েছে, আমি নিশ্চিত উনি গর্বিত যে এই কাহিনিটার সঙ্গে মানুষ একাত্ম হতে পেরেছে’।
সম্প্রতি আরেকটি সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, ছবিটি শুটিং করার আগে বিক্রম বাত্রার প্রেমিকা ডিম্পল এর সঙ্গে তিনি দেখা করেছিলেন। ডিম্পল নিজের জন্য যে জীবন বেছে নিয়েছে,তাতে তিনি ভেবেই খুশি যে বিক্রম তার আসে পাশে রয়েছে। যখন আমি বলে ফেলি ২২টা বছর তো অতিক্রম করেছে তার উত্তরে বলে সেটা জরুরি নয়, আমি ওর উপর একটু রেগে আছি এটা ঠিক, কিন্তু যেদিন দেখা হবে সেদিন সব মনোমালিন্য একসঙ্গে বসে মিটিয়ে নেবো। আমি জানি ঠিক দেখা হবে!