সমাচার ডেস্ক:আবারও জঙ্গি হামলায় আতঙ্কিত ভারত। আর কিছুদিন পর স্বাধীনতা দিবস সেই আনন্দে আনন্দিত সমস্ত ভারতবাসী,ঠিক এমন সময় CRPF জওয়ানদের ওপর জঙ্গি হানা ।
দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার জায়নাপোরা এলাকায় CRPF জওয়ানদের উপর জঙ্গি হানা। সেনা সূত্রে ওই হামলায় এক জওয়ানের জখম হওয়ার খবর মিলেছে।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>J&K | Terrorists attacked CRPF Road opening party at Kralcheck area of Zainapora in Shopian district; one CRPF man injured</p>— ANI (@ANI) <a href=”https://twitter.com/ANI/status/1424928960631087106?ref_src=twsrc%5Etfw”>August 10, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
সেনা সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার ভোরের দিকে হঠাৎই CRPF জওয়ানদের উপর হামলা করে জঙ্গিরা। পাল্টা উত্তর দেন ভারতীয় জওয়ানরা।এই হামলায় এক জওয়ানের জখম হওয়ার খবর মিলেছে।
সূত্রের খবর, জখম জওয়ান ১৭৮ ব্যাটেলিয়নের অজয় কুমার।তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে গোটা এলাকা ভারতীয় সেনার নিয়ন্ত্রণে রয়েছে ।