সিদ্ধার্থ মালহোত্রা-র অনুরোধে “Teri Mitti” গান গাইলেন পবনদীপ, চোঁখে জল শহীদ বিক্রম বাত্রার বাবার

0

সমাচার ডেস্কঃমিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২ ‘র যাত্রা শেষ হয়েছে।মিউজিক রিয়েলিটি শো-এর মধ্যে ইন্ডিয়ান আইডল ১২ – কে অন্যতম আসনে বসিয়েছেন দর্শকরা। তাই এই শোয়ের প্রতি মানুষের আবেগ টাও অনেক বেশি।কে জিতবে এবারের ইন্ডিয়ান আইডল ১২ তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম দিক থেকেই।

সব বিতর্কের অবসান ঘটিয়ে ইন্ডিয়ান আইডল ১২’-র ট্রফি জিতে নিলেন উত্তরাখণ্ডের পবনদীপ রাজন।ইন্ডিয়ান আইডল ১২’-র শো চলাকালীন শেরশাহ ছবিতে বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করা সিদ্ধার্থ মালহোত্রা পবনদীপ এর কাছে অনুরোধ করেছিলো তাকে একটি গান করার জন্য।

বিখ্যাত মুভি ‘কেশরী’ র বিখ্যাত গান ‘তেরি মিটটি মে মিল জাবা’ সোনার জন্য অনুরোধ করেছিলেন ,যা শোনার পর সেখানে উপস্থিত সকলের মনে জায়গা করে নিয়েছেন পবনদীপ। এই গান শোনার পর শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার বাবার চোখে জলও দেখা গেছে।

এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়া তে আপলোড করা হয়েছে ,আপলোড করার সঙ্গে সঙ্গে লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গেছে।গানটির প্রশংসাও করেছেন নেটিজেনরা, আর কেনই বা করবেন না গানটির সঙ্গে জড়িয়ে আছে সমস্ত ভারতবাসীর আবেগ।