সালমানের দাবাং গিরি চললো না শেরশাহ তে,মুখের উপর মোক্ষম জবাব দে পরিচালক

0

সমাচার ডেস্ক : সম্প্রতি একটি ছবি প্রকাশ পেয়েছে যার নাম ‘শেরশাহ’ এই ছবিতে অভিনয় করেছে সিদ্ধার্থ মালহোত্রা একজন বীর শহীদ ক্যাপ্টেন এর চরিত্রে।ছবিটির মধ্যে দিয়ে শহীদ বিক্রম বাত্রার চরিত্র কে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন ।ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের ভিড় উপচে পড়ছে।

করোনা পরিস্থিতির জন্য শেরশাহ ছবিটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিলো। শেরশাহ ছবির রেটিং পরেছে ৮.৮ IMBD এমনটাই জানিয়েছেন।ছবিটি শুরু হওয়ার পরেও ছবির হিরো কে পাল্টে ফেলার কথা উঠেছিলো।

শেরশাহ’ ছবির প্রযোজক শাব্বির বক্সওয়ালা একটি সাক্ষাৎকারে জানায় ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে দেখতে চেয়েছিলেন নিজের ভগ্নিপতি আয়ুস শর্মাকে,এমন টাই প্রস্তাব রেখেছিলেন ছবির প্রযোজক এর সামনে।কিন্তু তার প্রতিউত্তরে জানায় ছবির কথাবার্তা ঠিক হয়ে গেছে সিদ্ধার্থ মালহোত্রা র সঙ্গে। তাই সালমান খানকে মুখের ওপর না বলে দিয়েছেন পরিচালক।

ছবিটি বড়ো পর্দায় মুক্তি না পেয়ে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেলেও সবার মনে জায়গা করে নিয়েছে ছবিটি।ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য অনেক প্রশংসা কুড়িয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা নেটিজেনদের কাছ থেকে।