সমাচার ডেস্ক : অবিশ্বাস্য হলেও সত্যি আদিবাসী যুবকের কামড়ে বিষাক্ত সাপের মৃত্যু।ওড়িশার জয়পুরের এক প্রত্যন্ত গ্রামে ঘটেছে এই আশ্চর্য ঘটনা।সাপের ছোবলের পালটা সাপকেই কামড়ে দিল এক আদিবাসী যুবক, ফল হল অবিশ্বাস্য। মৃত্যুর কোলে ঢলে পড়ল সাপটিই!
আদিবাসী যুবকের কথায় ”কাল রাতে বাড়ি ফেরার পথে আচমকাই বুঝতে পারি কী যেন আমার পায়ে কামড়ে দিয়েছে। টর্চ জ্বালাতেই দেখতে পাই একটা কেউটে। বদলা নিতে আমি ওটাকে হাতে তুলে নিয়ে পরের পর কামড় বসিয়ে দিই।
এরপর সাপটি নিস্তেজ হয়ে পরলে সাপটিকে হাতে ঝুলিয়ে বাড়ি নিয়ে আসে কিশোর। ঘটনাটি গ্রামে জানাজানি হয়ে গেলে দূর দূরান্ত থেকে কিশোরকে দেখার জন্য ভিড় জমায়।আর ভিড় জমাবেন না বা কেনো এমন ঘটনা কেউ কোনো দিন দেখেননি আর কেউ কোনো দিন শোনেন নি।
কিশোর জানাচ্ছেন, ”এমনকী ওই বিষাক্ত সাপটিকে কামড়ে দেওয়ার পরেও আমার শরীরে কোনও অসুবিধা হয়নি। তবে আমি স্থানীয় এক ওঝার কাছে গিয়েছিলাম। আর কোথাও যাওয়ার দরকার পড়েনি।”