সমাচার ডেস্ক: লাদাখ সীমান্তে (LAC) চীনের চালাকি মোকাবেলায় ভারতীয় সেনা প্রস্তুতিও বাড়িয়েছে। চীনা সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী পূর্ব লাদাখের সামনের এলাকায় K-9 Vajra howitzers রেজিমেন্ট মোতায়েন করেছে। এই বন্দুকটি প্রায় ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত শত্রু অবস্থানে আক্রমণ করতে সক্ষম। শুধু তাই নয় মাত্র ১৫ সেকেন্ডে ৩টি শেল ফায়ার করতে পারে এই K-9 Vajra।
K-9 Vajra howitzers বন্দুক মোতায়েনের বিষয়ে সেনাপ্রধান বলেন, এই বন্দুকগুলি উচ্চ উচ্চতায়ও কাজ করতে পারে। এর ফিল্ড ট্রায়াল অত্যন্ত সফল হয়েছে। আমরা এখন একটি সম্পূর্ণ রেজিমেন্ট মোতায়েন করেছি, যা সত্যিই সহায়ক হবে।লাদাখের ১২০০০ থেকে ১৬০০০ ফুট উচ্চতায় এই অস্ত্র মোতায়েন কর হয়েছে।
আপনাদের জানিয়ে রাখি,গত এক বছরেরও বেশি সময় ধরে লাদাখে চিন ও ভারতের মধ্যে উত্তেজনা রয়েছে। তবে কিছু দিন আগে থেকে উভয়পক্ষই বিতর্কিত এলাকা থেকে সেনা সরিয়ে নেয়। কিন্তু LAC তে লাল সেনা ফৌজ সামনে আসে।
#WATCH K9-Vajra self-propelled howitzer in action in a forward area in Eastern Ladakh pic.twitter.com/T8PsxfvstR
— ANI (@ANI) October 2, 2021