সমাচার ডেস্কঃ টলিউড থেকে বলিউড,এই যাত্রায় তারকারা যেন জোড়তর উৎসাহ দেখিয়েছে। টলিউড এর অভিনেত্রীরা টলিউড ছেড়ে বলিউড ওয়েব সিরিজ এ উৎসাহ দেখিয়েছেন,তাতে ভবিষ্যতে টলিউড এর হাল কি হবে তা বেশ চিন্তিত নেটিজেনরা।
টলিউড ছেড়ে বলিউডে গিয়েছে যে সব তারকা তারা হল-
প্রসেনজিৎ : প্রসেনজিৎ কে আমরা অনেকে বুম্বাদা নামেও জানি। সম্প্রতি একটি পোস্ট করেছে আর লিখেছেন “বোম্বেতে বুম্বা দা”।প্রসেনজিৎ যে সেখানে ঘুরতে যায়নি সেটা বুঝতে বাকি নেই নেটিজেনদের।
যিশু : সম্প্রতি যীশুকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিলো নেটিজেনদের মধ্যে,তার পাল্টা জবাব দিয়েছেন যীশু।বর্তমানে যিশু দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজের” দা গার্ল ” এ শুটিং করছেন।
ঋতুপর্ণা : সূত্রের খবর অনুযায়ী ঋতুপর্ণা টলিউড ছেড়ে বলিউডে অভিনয় করছে।এখন ঋতু ব্যস্ত পরিচালক বিনা বক্সির ছবি ‘ ইতর ‘ এর দ্বিতীয় শিডিউলের শুটিং এ।
উপরিক্ত নামগুলি ছাড়াও আরও একাধিক নাম উঠে এসেছেন যারা টলিউড ছেড়ে বলিউড ওয়েব সিরিজে অভিনয় করছে।টলিউড এর এই হাল দেখে ভবিষ্যতে কি হবে তা নিয়ে অসংখ্যাই আছে নেটিজেনরা।