সমাচার ডেস্কঃ আফগানিস্তান চলে গেছে তালিবানদের দখলে।আফগানিস্থান এর বর্তমান শাসন ব্যাবস্থা নির্ভর করে আছে তালিবানদের হাতে।তালিবানদের ভয়ে আফগানিস্থান বাসী যখন সেখানে থেকে পালাতে বেস্ত তখন দুই মহিলা কনস্টেবল আফগানিস্তানেই পোস্টিং চেয়ে সম্প্রতি দিল্লি হাইকোর্টে পিটিশন করেছিলেন।
তাদের এই মানসিকতা দেখে হতবাক হয়েছে আদালতের লোকজন ও বিচারপতি অমিত বনসল ও অমত সহাই। আফগানিস্থান কবুল দের দখলে যাওয়ার পর সেখানকার আবহাওয়া উত্তপ্ত, চলছে গোল গুলি ।সেখানেই চেয়েছেন পোস্টিং ,দুই মহিলা কনস্টেবল এর এই দুঃসাহসিক মনোভাব দেখে চমকে গেছেন সবাই।
প্রসঙ্গত,১৫ই আগস্ট আফগানিস্থান তালিবানদের হাতে চলে যাওয়ার আগেই এই দুই মহিলা পিটিশন দায়ের করেছিলো আদালতে। প্রশ্ন হলো এখনো কি তারা নিজের সির্ধান্ত এ অনড় থাকবেন।এই দুই মহিলা কনস্টেবল এর আর্জি আদালত খারিজ করে শনিবার ,এর পরেও নিজেদের ইচ্ছেতেই অনড় দুই বীরাঙ্গনা।
আইটিবিপি সূত্রের খবর ,আফগানিস্থান বাসীর সুরক্ষার জন্য এর আগে দুই মহিলাকে সেখানে পাঠনো হয়,কিন্তু পরিস্থিতি খারাপ হলে তাদের ফিরিয়ে নিয়ে আসা হয় এর পরেই তারা আর্জি জানাই আদালতে ‘দূতাবাসে আসা মহিলা ও শিশুদের পাশে থাকতেই কাবুলে পোস্টিং চান তাঁরা। শরীর ভারতে থাকলেও তাঁদের মন পড়ে রয়েছে কাবুলেই।