সমাচার ডেস্কঃ বাংলা সিনেমার পাশাপাশি বাংলা সিরিয়াল গুলোকেও পছন্দ করতে শুরু করেছে দর্শকরা।তাইতো নতুন নতুন সিরিয়াল বের করছে পরিচালকরা। বর্তমানে চলছে অনেক সিরিয়াল তার মধ্যে মিঠাই সবার মনে নিজের জায়গা তৈরি করতে পেরেছে।
সম্প্রতি হওয়া একটি এপিসোড এ দেখা যাবে , মিঠাই কে ধরে নিয়ে গিয়েছে গুন্ডা দল।অবশেষ মিঠাই কে উদ্ধার করতে মাঠে নামতে হয়েছিলো উচ্ছেবাবু কেই।উচ্ছেবাবু মিঠাই কে উদ্ধার করে গুন্ডাদের হাত থেকে ,আর কান্নায় বুক ভাষায় কাছের মানুষকে দেখে।
মিঠাইকে সামনে পেয়ে বাড়ির সকলে স্বস্তির নিস্বাস ফেলে।কেনই বা হবেন না ,মিঠাই ওই পরিবারের সম্মান রক্ষার ক্ষেত্রে পিছু পা হননি। পরিবারের মাথা উঁচু রাখতে জীবন বিপন্ন করে দিয়েছেন।
প্রসঙ্গত,মিঠাই তার স্বামী মানে উচ্ছেবাবু ওরফে সৌমিতৃষার মন গলানোর দায়িত্ব নিয়েছিল। মিঠাই তা আদৌ পেরেছেন কিনা তা দর্শকরাই ভালো বলতে পারবেন। কৌতূহলের সাথে এমন পর্ব দেখবে বলে বসে আছে দর্শকরা।