বিরাটের পর রোহিত নয় এবার এই ক্রিকেটার হতে পারে ভারতীয় দলের অধিনায়ক

0

সমাচার ডেস্কঃ বিরাট কোহলির অবসর নিতে চলেছেন কেপ্টেন্সি থেকে।সবার প্রিয় মহেন্দ্র সিং ধোনি ছিলেন ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন। মহেন্দ্র সিং ধোনি তার কেপ্টেন্সি থেকে নিজেকে সরিয়ে নিল সেই জায়গায় সবর হয় বিরাট কোহলি, পাশাপাশি সবর হয় RCB দলের ক্যাপ্টেন হিসেবে।

বেশ কিছুদিন আগে বিরাট কোহলি তার কেপ্টেন্সি পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছে, অতিরিক্ত কাজের চাপে এমন সিদ্ধান্ত নিয়েছেন এমনটা জানালেও নেটিজেনরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে। বিরাট কোহলি টি-টোয়েন্টি ফরমেট থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলেও,ওয়ানডে থেকে নিজেকে সরাতে চাননি কেননা ওয়ানডে তার খুব পছন্দের।

বিরাট কোহলির হাতে কেপ্টেন্সি যাওয়ার পর সেই রকম সফলতা অর্জন করতে পারেনি ভারতীয় টিম এমন টাই মনে করছে বিসিসিআই। আগামী টি-টোয়েন্টি ভারত যদি বিজয়ী না হতে পারে তাহলে ভারতীয় দলের কেপ্টেন্সি নিয়ে ভাবা হবে অন্য কাউকে। তবে এই অন্য কেউ এর জায়গায় অনেকে রোহিত শর্মা কে ভাবলেও তা বাস্তবায়িত করা হবে না।

রোহিত শর্মার ক্রিকেট কেরিয়ার প্রায় শেষের দিকে, তাই তার হাতে কেপ্টেন্সি না যাওয়ায় উচিত এমন টাই মনে করছে বিসিসিআই। এবারে বিসিসিআই এর লক্ষ্য তরুণ খেলোয়াড় দের দিকে এই তরুণ খেলোয়াড় দের মধ্যে ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুলদের নাম ভাবা হচ্ছে ভবিষ্যতে কেপ্টেন্সি পদের জন্য।তবে এদের মধ্যে কে এল রাহুল হতে পারেন ভারতীয় দলের ক্যাপ্টেন,কে এল রাহুল গত বছর থেকে ipl এর কেপ্টেন্সি করছে ।তার পারদর্শী ও বুদ্ধিমত্তা দেখে বিসিসিআই অনুমান করছে ভবিষ্যতে ভারতীয় দলের ক্যাপ্টেন হতে পারে কে এল রাহুল।