সমাচার ডেস্কঃ নতুন বউকে বাসর ঘরে রেখেই আত্মহত্যা করলেন স্বামী। শুনতে অবাক লাগলেও সত্যি,এমনি একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের পঞ্চগঞ্জের দেবীনগরে।মুহূর্তের মধ্যে আনন্দ উল্লাসে ভরা দুটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে আত্মঘাতী ব্যক্তির নাম বাবুল হোসেন ।বাবুল হোসেনের বয়স মাত্র ১৯ বছর,সম্প্রতি তার বিয়ে হয়েছে বোদার দিনবাজার এলাকার সবারউদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিনার সঙ্গে।বাসর ঘরে আত্মীয়দের থাকায় অভিমান হয়েছিলো আর সেই কারণেই আত্মঘাতী হয়েছে বাবুল হোসেন।
পরিবার সূত্রে জানা যায়,শুক্রবার হাবুল হোসেন বিয়ে করেছে তারপরের দিন নববধূকে নিয়ে বাড়ি ফেরে সে।কনের সঙ্গে আসা কয়েকজন নববধূ ও বাবুল হোসেন এর সঙ্গে থাকার কথা ওঠে ,সবার সামনে মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারেনি।সেই রাত অর্থাৎ বাসর রাতেই সবার অগোচরে রান্না ঘরে ফাঁসি দেয়।
সকালে তাকে দেখে চমকে ওঠে,এরপর বাবুল হোসেনের মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এসআই শাকিলুর রহমান জানান,পরিবার এর তরফ থেকে কোনো অভিযোগ না থাকায় এটা একটা আত্মহত্যা বলেই দেখছে তারা।ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর মূল কারণ সম্পর্কে।