বার্থ সার্টিফিকেটে সব জল্পনার অবসান, নুসরতের সন্তানের বাবা দেবাশিস

0

সমাচার ডেস্ক: সব জল্পনার অবসান, সামনে এল নুসরত জাহানের সন্তানের পিতার নাম। পিতার নাম দেবাশিস দাশগুপ্ত। তবে আপনাদের জানিয়ে রাখি দেবাশিস দাশগুপ্ত আসলে যশেরই পোশাকি নাম।

পুরসভার দেওয়া বার্থ সার্টিফিকেটে নুসরতের সন্তানের নাম রয়েছে ঈশান জে দাশগুপ্ত। মায়ের নাম রয়েছে নুসরত জাহান।

গত শুক্রবার পুরসভায় কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে যান যশ-নুসরত। সেই সময় সিঙ্গল মা হওয়ার জন্য বার্থ সার্টিফিকেটে কীভাবে আবেদন করতে হবে তা নিয়ে খোঁজখবর করেন দুজনে।

শেষ পর্যন্ত পুরসভার দেওয়া সার্টিফিকেটে দেখা গেল সন্তানের অভিভাবক হিসাবে রয়েছে যশ-নুসরতের নাম। শুধু তাই নয় বাড়ির ঠিকানা হিসাবে সোনারপুর উত্তরের ঠিকানা দেওয়া হয়েছে।